যে নারীকে ছাড়া চাঁদে অবতরণ সম্ভবই হতো না
১৯৬৯ সালের ২০ জুলাই, মানুষের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে পৃথিবীর বাইরে কোনো মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে পা রেখেছিল মানুষ । হ্যাঁ, চাঁদে অবতরণের কথাই বলা হচ্ছে। অ্যাপোলো-১ মহাকাশ যান, নভোচারী নীল আর্মস্ট্রং, এডুইল অলড্রিন এদের নাম কতোবারই শুনেছি আমরা।
কিন্তু এই অভিযানের পেছনে এমন এক নারীর নাম ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে তার কথা একবারও আমরা শুনেছি কি না সন্দেহ আছে। অথচ এই নারীর দক্ষতা বুদ্ধিমত্তা ছাড়া চাঁদের পৃষ্ঠে অবতরণ না করেই অ্যাপোলো ফিরে আসতে হতো! পুরো অভিযানটাই মাঠে মারা যেতে পারতো। কে সেই নারী? দেখুন ছবিতে তার বর্ণনা:
মন্তব্য চালু নেই