যে ধরনের পোশাকে ফুটে উঠে পুরুষের ব্যক্তিত্ব
পোশাক মানুষের বাহ্যিক সৌন্দর্য রক্ষা করে। এটি মানুষের ব্যাক্তিত্ত্বেরও বহিঃপ্রকাশ ঘটায়। একটি সুন্দর পোশাক সবার মাঝে একজন ব্যক্তিকে আকর্ষনীয় করে তুলতে পারে। তবে সুন্দর পোশাক মানে অদ্ভুত পোশাক নয়। খুব সাধারন পোশাকেও নিজেকে সুন্দর করা যায়। বিশেষ করে ছেলেদের কথা আমি বলবো তাদেরকেতো সাধারণ পোশাকেই বেশী সুন্দর ও স্মার্ট দেখায়।
আমদের দেশের ছেদের ‘শার্ট, সাধারণ প্যান্ট, জিন্স, পাঞ্জাবী, ও টি-শার্ট’ এই পোশাক গুলোতেই বেশি সুন্দর দেখায়। আমি জানি আপনারা বলবেন, ‘ছেলেরা এর বাইরে কোনো পোশাক পরে কী’। আমিও বলবো ‘না’ পরে না। কিন্তু এগুলো পোশাকের মধ্যেও এমন কিছু স্টাইল আছে যা আমাদের দেশের ছেলদের একদমই মানায় না। যেমণ, পুরুষরা সাধারনত সার্ট প্যান্ট বা টি-সার্ট প্যান্ট বপরে। আবার সার্ট, টি-সার্ট বা প্যান্ট এর দুটি ধরন রয়েছে যেমন ,একটি সাধারণ অন্যটি ছেড়া, বা লম্বা রশি ঝোলানো উজ্জল রঙের কাপড়ের তৈরী পোশাক।
যারা ছেড়া স্টাইলের সার্ট, টি-সার্ট ও প্যান্ট পরে তারা সাথে গলায় চেইন পরে,হাতে বিভিন্ন রকমের বালা বা রশি জাতীয় কিছু লাগায়, আবার অনেকে কিছু লাগায় না। মানুষের দৃষ্টি তাদের সার্ট প্যান্টের ছেড়া বা রশির দিকে চলে যায় ফলে ব্যাক্তিত্ব নষ্ট হয়ে যায়। এমনকি তাদের এই পোশাক পরে সমাজের সকল জায়গায় যাওয়া ও সম্ভব নয় ।
এবার প্রশ্ন আসতে পারে কোন ধরনের পোশাকে ছেলেদের বেশী সুন্দর ও স্মার্ট দেখায়। চলুন তবে জেনে নেই:
১। পোশাক-আশাক দামি নয় পরিপাটি হওয়া প্রয়োজন। যুগের সাথে তাল মিলিয়ে আপনি যে কোনো ধরনের পোশাক পড়তে পারেন। তবে যে পোশাকটি আপনি পরছেন তা হওয়া চাই পরিচ্ছন্ন ও মার্জিত।
২। ঋতু ভেদে পোশাকের পরিবর্তন আনতে পারেন। খুব গরমে পড়তে পারেন হাফ হাতা টি-শার্ট বা শার্ট। সাথে জিন্স। তবে খেয়াল রাখবেন সেগুলো যেনো ছেড়া ফাটা না হয়। অন্যথায় মানুষের কাছে আপনার ব্যাক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে।
৩। গরমে সুতি হাফ হাতা শার্ট পরলে খেয়াল রাখবেন তা যেনো খুব গাঢ় রঙের না হয়।
৪। শীতে ফুলহাতা শার্ট বা টি-শার্ট। ফুলহাতা শার্ট এর সাথে সাধারণ প্যান্টই বেশি মানানসই। শীতে জ্যাকেট কেনার সময়ও নিজের ব্যাক্তিত্বের সাথে যায় এমন জ্যকেট বা শীতের পোশাক কিনুন।
৫। যে কোনো উতসবে পাঞ্জবি পরুন। এটি আমাদের দেশের ছেলেদের জাতীয় পোশাক। পাঞ্জাবী আপনার ব্যাক্তিত্বকে আরও বেশি উন্নত করবে। পাঞ্জাবির সাথে পড়তে পারেন জিনস, সাধারণ পাজামা, ধুপিয়ান পাজামা বা চুরিদার। ধুপিয়ানের সাথে শর্ট পাঞ্জাবি পড়তে পারেন অন্যথায় খুব বেশি শর্ট পাঞ্জাবি না পরাই ভালো।
মন্তব্য চালু নেই