যে দলের হয়ে ২০১৭ আইপিএল কাঁপাবেন সাকিব আল হাসান

বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সকে ২ বার শিরোপা জিতিয়ে অনেকটা ঘরের ছেলেতে পরিণত হয়েছেন। এবারও টাইগার সাকিব আল হাসানকে দলে রেখে দিয়েছেন শাহরুখ খান।

বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রেখে দিয়েছে নিলামের আগেই। তবে এবার ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে রাখা হয়েছে আরও ৪ টাইগারকে।

আইপিএলের আগামী আসরের নিলাম হবে ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের ৮ তারিখে।

আইপিএলের ৯ম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা যেকোনো দল পেতে পারেন এমনটাই আশা করা যায়।



মন্তব্য চালু নেই