যে তারকারা বলেছিলেন ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্র ছাড়বেন
সব জল্পনায় জল ঢেলে হোয়াইট হাউসের দখল নিলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের কয়েকজন তাবড় সেলেব কয়েক দিন আগেও বলেছিলেন, ট্রাম্প জিতলে তারা আমেরিকা ছেড়ে পালাবেন। কেউ হুমকি দিয়েছিলেন। কেউ নিছকই মজার ছলে।
আসলে এরা অনেকেই দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। আসলে এরা প্রত্যেকেই হিলারি ক্লিন্টনেই বাজি ধরেছিলেন। অনেকে নিশ্চিত ছিলেন, হিলারিই জিতছেন। হলিউডের সেই সেলেবদের সঙ্গে পরিচয়টা সেরে ফেলা যাক।
এরা প্রত্যেকেই ঘোষণা করেছিলেন, ট্রাম্প জিতলে আমেরিকা ছাড়বেন।
১. মাইলি সাইরাস : কয়েক মাস আগে এই মার্কিন পপ গায়িকার একটি সোশ্যাল পোস্ট আলোড়ন ফেলে দেয়। পোস্টটি ছিল, ‘ছিঃ। এই লোকটা প্রেসিডেন্ট হলেই আমি আগে দেশ ছাড়ব।’
২. লিনা ডানহ্যাম : মার্কিন অভিনেত্রী লিনা ডানহ্যাম বলেছিলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমি কানাডা চলে যাবো। এবিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমি কানাডাকে ভালোবাসি। আমাকে দেখতে সুন্দর, কানাডায় থেকেও কাজ চালিয়ে যেতে পারব।’
৩. অ্যামি শ্যুমার : বিবিসি-তে অ্যামি বলেছিলেন, ‘আমি স্প্যানিশ শিখব। কারণ ট্রাম্প জিতলে, আমি স্পেনের কোথাও একটা পালাবো। এখানে থাকা যাবে না।’
৪. জন স্টুয়ার্ট : এই মার্কিন কমেডিয়ান আরও একধাপ এগিয়ে বলেছিলেন, ‘ট্রাম্প জিতলে আমি রকেটে বসে পড়ব। সোজা অন্য গ্রহে। কারণ, এই গ্রহটা আর বাসযোগ্য থাকবে না।’
৫. স্যামুয়েল এল জ্যাকসন : প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে মার্কিন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন বলেছিলেন, ‘যদি ওই মাদারফা**র প্রেসিডেন্ট হলে, আমি আমার কালো পাছা দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাবো।’
৬. ব্রিয়ান ক্র্যানস্টন : হলিউড স্টার ব্রিয়ান ক্র্যানস্টন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আশা করি ঈশ্বর ওকে প্রেসিডেন্ট করবেন না। তাহলে আমি নিশ্চিত দেশ ছাড়ছি।’
৭. বারবারা স্ট্রেইস্যান্ড : মার্কিন অভিনেত্রী বারবারা স্ট্রেইস্যান্ড বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। আমি দেশে ফিরব না। না-হয় কানাডা পালাবো।’ ইন্ডিয়া টাইমস
মন্তব্য চালু নেই