যে কোনো মুহূর্তে সিনেমাকে বিদায় জানাবেন আনুশকা!

যে কোনো মুহূর্তে সিনেমা জগতকে বিদায় জানাতে পারেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা। চলতি বছরটা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এনএইচ টেন ও বম্বে ভেলভেট সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। আর সেই আনুশকাই ইঙ্গিত দিলেন, যে কোনো মুহূর্তে সিনে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে পারেন তিনি। সবাইকে চমকে দিয়ে আনুশকা স্পষ্ট করে দিয়েছেন, শিগগিরই রুপোলি জগতকে বিদায় জানাতে পারেন তিনি।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা বলেছেন, ‘কোনো কিছুতে দীর্ঘদিন ধরে থাকাটা তাঁর আসে না। তিনি বলেছেন, আমি আগামী বছরেই ছেড়ে দিতে পারি। পরিবার ছাড়া কোনো কিছুতেই জড়িয়ে পড়ি না আমি। এখন কাজের সঙ্গে যুক্ত আছি, কারণ আমি তা উপভোগ করছি। কাজ করতে ভালো লাগলে চালিয়ে যাব। কিন্তু তা না হলে আর কাজ করব না।



মন্তব্য চালু নেই