যে কারনে শ্যালিকাকে নিয়ে শোয়েব-সানিয়ার সংসারে দ্বন্দ্ব!!
পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার দুজনে ঘর বাধার পর এই প্রথম বারের মতো সংসারে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সানিয়া মির্জার ছোট বোন আনাম মির্জাকে নিয়ে তাদের সংসারে এ দ্বন্দ্ব দেখা দিয়েছে। শোয়েব মালিক মূলত আনাম মির্জার বিয়েতে না আসার কারণে সানিয়া মির্জা ও শালিকা আনাম মির্জা দুজনই অভিমান করেছেন।
তবে আনামের চেয়ে অভিমানের পাল্লাটা সানিয়া মির্জারই বেশি ভারি। বৃহস্পতিবারই সাতপাকে বাধা পড়লেন আনাম ও আকবর রশিদ। আনাম পেশায় স্টাইলিস্ট। অন্যদিকে, পাত্র আকবর হায়দরাবাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দু’জন এর আগেই আংটি বদল সেরে নিয়েছিলেন।এবার বিয়েটাও করে ফেললেন৷
বৃহস্পতিবার আনাম-আকবরের বিয়েতে জ্বালা গুট্টা সহ-বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকলেও আসতে উপস্থিত ছিলেন না আনামের জামাইবাবু শোয়েব। সানিয়ার বোনের সঙ্গে একাধিক ছবি টুইট করলেও শোয়েবকে কোনও ছবিতেই পাওয়া যায়নি। তবে শোয়েব কেন বিয়েতে আসেন নি, সংসারে তার সাথে রাগারাগি হয়েছে কিনা এমন কোন প্রশ্নের উত্তর দেননি সানিয়া।
মন্তব্য চালু নেই