যে কারণে ৬ মাস নিষিদ্ধ রেফারি (ভিডিও)

ফুটবলীয় আচরণ বহির্ভূত কোনো কর্মকাণ্ড ঘটালে শাস্তি পেতে হয় খেলোয়াড়দের। কিন্তু রেফারিকেও যে কাঠগড়ায় দাঁড়াতে হয়, তার প্রমাণ মিলল আরো একবার। তাই বলে ৬ মাসের মাসের জন্য নিষিদ্ধ হবেন রেফারি? মৌরেতানিয়ান ফুটবল রেফারি জান্দ্রেপ্রসাদ সিচুর্ন পেলেন এই বড় শাস্তিই।

আফ্রিকান নেশনস কাপের খেলায় তিউনেসিয়া ও ইকুয়েটোরিয়াল গিনির মধ্যকার একটি ম্যাচ পরিচালনা করছিলেন সিচুর্ন। ম্যাচের অতিরিক্ত সময়ে গিনির পক্ষে একটি পেনাল্টির বাঁশি বাজান তিনি। ওই পেনাল্টি থেকে গোল পেয়ে যায় গিনি। যা ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দেয়।

ফলে তিউনেসিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় গিনি। যা মানতে পারেননি তিউনেসিয়ার খেলোয়াড়রা । মাঠেই রেফারির সঙ্গে হাতাহাতি করে বসেন তারা। ম্যাচ শেষে সেই প্রতিবাদে যোগ দেন তিউনেসিয়ার ফুটবল কর্তারাও।

যার দরুণ তিউনেসিয়ার ফুটবল ফেডারশনকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ)। শাস্তি থেকে রেহাই পাননি রেফারি সিচুর্নও। খেলোয়াড়দের সঠিকভাবে সামাল দিতে না পারা ও মেজাজ হারিয়ে ফেলায় ৬ মাস নিষিদ্ধ করা হয় মৌরেতানিয়ান রেফারিকে।

এবার দেখে নেওয়া যাক ম্যাচের সেই দৃশ্য :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sTRV9A0-x3U

 



মন্তব্য চালু নেই