যে কারণে হঠাৎ মাঠ ছাড়লেন মাশরাফি

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কিউদের দেওয়া ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমেছে টাইগাররা।

এদিন চোট পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের ১৮ তম ওভারে নিজের বলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতে আঘাত পান মাশরাফি। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ঢোকেন। এরপর তার সঙ্গেই মাঠ ছাড়েন মাশরাফি। এসময় তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মাউন্ট মঙ্গুনুইয়ের বে ওভালে এদিন বেশ খরুচেই ছিলেন মাশরাফি। ৩.২ ওভার বল করে ১২.৬০ ইকোনমিতে ৪২ রান দেন মাশরাফি। ঝুলিতে জমা পড়েনি কোনো উইকেট।

এদিন নিউজিল্যান্ডের হয় ঝড় তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন। উইলিয়ামসন ৬০ রানে সাজঘরে ফিরলেও অ্যান্ডারসনের অপরাজিত ৯৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে নিজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ১৯৪ রান।



মন্তব্য চালু নেই