যে কারণে সোনমকে গুরু মানছেন সালমান
‘প্রেম রাতান ধান পায়ো’ সিনেমার শুটিং করতে গিয়ে মনে হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান তার জন্য নতুন এক স্টাইলিস্ট পেয়ে গেলেন। সালমানকে নতুন ধরনের স্টাইলের সঙ্গে পরিচয় করিয়ে যিনি দিচ্ছেন তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
নিজের স্টাইলের দিকে বেশ সচেতন সোনম এবারে সালমানের পোশাকের দিকেও নজর দিয়েছেন। জানা যায়, শুটিংয়ের সময় সালমানকে বেশ কয়েকবার পোশাক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সোনম কাপুর। নিজের স্টাইল সচেতন সালমান যেগুলো আগে পরে এসেছিলেন সেগুলোকে বাদ দিয়ে দেন সোনম। আর সোনমের এই পরামর্শকে ভালো চোখেই দেখছেন সালমান খান। সোনমের ছোটবেলা থেকেই সোনমের সঙ্গে সালমানের চেনাজানা।
সালমানকে আরো বেশি আকর্ষণীয় দেখানোর দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনম। যদিও সালমানের বোন আলভিরা ও আরো অন্যান্য স্টাইলিস্টও রয়েছেন সালমানকে পোশাক নির্বাচনে সহযোগিতা করার জন্য, তবে সোনমের নতুন আইডিয়া ভারি পছন্দ হয়েছে সালমানের।
মন্তব্য চালু নেই