যে কারণে মেসির বাবাকে তলব করা হয়েছে
তলব করা হয়েছে তার বাবাকে। লিওনেল মেসির বাবা হঠাৎ করে বার্সেলোনায় গেলেন। ক্লাবের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কিছুদিন ধরেই টালবাহানা চলছে।
তবে এবার ঘনিষ্ঠ সূত্রে খবর, বার্সার তরফে দলের এক নম্বর তারকা ফুটবলারের জন্য মেগা–ডিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে সপ্তাহে ৮ লাখ ২৫০০০ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৭ কোটি ৬৯ হাজার টাকার প্রস্তাব নাকি দেবে বার্সা!
বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট বার্তেমিউ নিজেই মেসির বাবাকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। গত মাসেই নেইমার নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন বার্সার সঙ্গে। এবার মেসির সঙ্গে চুক্তির মেয়াদটা আরও বাড়িয়ে নিতে পারলে বার্সেলোনা।
কারণ, বেশ কিছুদিন ধরেই একের পর এক ক্লাব লোভনীয় প্রস্তাব দিয়ে চলেছে মেসিকে। যেভাবেই হোক মেসিকে ছিনিয়ে নেওয়াই যে তাদের লক্ষ্য, বলাই বাহুল্য।
মন্তব্য চালু নেই