যে কারণে ব্যাট করতে পারলেন না গেইল
শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠের বাইরে যাওয়া ক্রিস গেইল চাইলেও আজ ক্যারিবিয়ানদের পক্ষে ওপেনিং করতে পারেননি। আইসিসি’র কোড অব কনডাক্টের কাছে আটকে যান তিনি।
ওপেনিং তো করাই হলো না! তিনজন ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নামতে চাইলেও এলো বাধা। কেননা, কেউ যদি ফিল্ডিং এর সময় ৮ মিনিটের বেশি সময় মাঠের বাইরে থাকে, তাহলে সে যতো সময় মাঠের বাইরে কাটিয়েছে, মাঠে ঢোকার পর ততোটুকু সময় বোলিং করতে পারবে না।
ইনিংস শেষ হয়ে গেলে, ব্রেকের সময়টুকু থেকে ওই সময় বিয়োগ করলেও যদি সময় বাকি থাকে, তাহলে ওই ব্যাটসম্যান ততোটুকু সময় ব্যাটিংও করতে পারবে না।
তবে যদি ওই সময়ের মধ্যে দলের ৫ উইকেট পড়ে যায়, তাহলে আবার ব্যাট করতে পারবে। এটাই ক্রিকেটীয় বাইবেলে আছে।
সর্বশেষ, ৩ উইকেট পড়ার পর গেইল নামতে চাইছিলো। কিন্তু বাধসাধেন থার্ড আম্পায়ার। কারণ, তখনও ১১ মিনিট বাকি!
মন্তব্য চালু নেই