যে কারণে বিড়াল বাক্স পেলেই তার ভিতরে ঢুকে যায়
সে সংসারের সব মায়া পাশ কাটিয়ে নির্বিবাদে ঘুমিয়ে কাদা আপনারই সদ্য কেনা জুতোর বাক্সের ভিতরে। কেন এমন হয়? কেন বিড়ালরা বাক্স পেলেই তাতে ঢুকে পড়ে? ক্যাচ মি ইফ ইউ ক্যান। বাড়িতে যদি বিড়াল থাকে, তাহলে এই কাণ্ডের জেরে জেরবার হয়েছেন নিশ্চয়ই। যে কোনও ধরনের বাক্স বড়, মেজ, সেজ, ছোট, আপনার বিল্লি সুযোগ পেলেই তার ভিতরে ঢুকে পড়ে। আপনি হয়তো দুধের বাটি হাতে নিয়ে ঘুরছেন, খুঁজে বেড়াচ্ছেন তাকে।
সে সংসারের সব মায়া পাশ কাটিয়ে নির্বিবাদে ঘুমিয়ে কাদা আপনারই সদ্য কেনা জুতোর বাক্সের ভিতরে। কেন এমন হয়? কেন বিড়ালরা বাক্স পেলেই তাতে ঢুকে পড়ে? পশু-মনস্তাত্ত্বিকরা উত্তর খুঁজেছেন এই আশ্চর্য আচরণের। তাঁদের মতে
• বিড়াল সবসময়েই নিরাপত্তা খোঁজে। বাক্সের ভিতরে সে নিজেকে নিরাপদ বলে মনে করে।
• বিড়াল ঘুমকাতুরে। বাক্সের ভিতরে ঢুকে গেলে এক নিরুপদ্রব ঘুম যে সে পেতে পারে, এটা সে জানে।
• বিড়াল এমন এক প্রাণী, যে লুকিয়ে থাকতে ভালবাসে। সেদিক থেকে দেখলেও বাক্স তার কাছে আকর্ষণীয়।
• বিভিন্ন ঝামেলা এড়াতেও বিড়াল বাক্স পছন্দ করে। কেউ তাড়া করলে সে বাক্স পেলে ঢুকে যায়। এক্ষেত্রে কেবল বাক্স নয়, হাঁড়ি-গামলা-আলমারি-ড্রয়ার সবেতেই সে স্বচ্ছন্দ।
• বিড়াল উষ্ণতা পছন্দ করে। বাক্সের ভিতরে তার কাঙ্ক্ষিত উষ্ণতা রয়েছে বলেই সে মনে করে।-এবেলা
মন্তব্য চালু নেই