যে কারণে বিরাটের ঘর ছাড়ছেন অনুষ্কা!

কোথায় বিরাট কোহলি? কোথায় সেই ডিনার? কোথায় সলমন খানের সেই চেষ্টা? সব জল্পনার অবসান। পাকিস্তানি নায়ক ফাওয়াদ খানের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন অনুষ্কা শর্মা।

বলা বাহুল্য, এই বিয়ে খুব সহজে হচ্ছে না। অনুষ্কার পরিবারের তরফে প্রবল বাধা এসেছে। কিন্তু অনুষ্কা তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি বলে শোনা যাচ্ছে। তিনি ঘর ছেড়ে ফাওয়াদের সঙ্গে সংসার পাতবেন।

এইবারে বিষয়টি খোলসা করা যাক। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন এবং রণবীর কপূরের প্রেমকাহিনির পাশেই থাকছে অনুষ্কা এব‌ং ফাওয়াদের গল্প। ছবিতে দু’টি গল্প সমান্তরালভাবে এগোবে। আর সেই ছবিতেই কোন পথে অনুষ্কা এবং ফাওয়াদের গল্প এগোবে, তারই একটা আভাস পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, অনুষ্কা ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। ফাওয়াদ রেডিও জকি। দু’জনের প্রেম পরিণতি পাবে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে। উপরের গল্প তারই সূত্রধার।



মন্তব্য চালু নেই