যে কারণে পান করবেন হলুদ-আদা মিশ্রিত পানীয়
ভেষজ উপাদান মানুষকে দূরে রাখতে পারে নানা ধরনের রোগবালাই থেকে। তাছাড়া এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেমিক্যালযুক্ত ওষুধের মতো এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হলুদ ও আদা শরীরের জন্য অত্যন্ত উপকারী দুটি ভেষজ উপাদান।
জেনে নিন হলুদ-আদা মিশ্রিত পানীয় আমাদের কী কী উপকার করে;
১। রক্তের দূষিত পদার্থ বের করে সুস্থ রাখতে সাহায্য করে আদা-হলুদ মিশ্রিত পানীয়।
২। কখনও কখনও মাইগ্রেনের মাথা ব্যথা সারাতে পারে এটি।
৩। ঠাণ্ডা লাগা, গলা খুসখুস করা ও নাক বন্ধ থেকে মুক্তি পেতে পান করতে পারেন আদা ও হলুদের পানীয়।
৪। হলুদ-আদামিশ্রিত পানীয় নিয়মিত পান করলে মুক্তি পাবেন মাংস পেশির ব্যথা থেকে।
৫। হজমে সাহায্য করার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় এটি।
মন্তব্য চালু নেই