যে কারণে নাম তার টাইগার
বলিউডের উঠতি নায়ক টাইগার শ্রোফ। হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে আগমন জ্যাকি শ্রোফ পুত্রের। কিন্তু কেন তার নাম টাইগার এ কথা কী আপনার কখনো মনে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নামের রহস্য নিয়ে কথা বলেছেন টাইগার শ্রোফ। তিনি জানিয়েছেন, জন্মের সময় তার নাম রাখা হয়েছিল হেমন্ত জয় শ্রোফ। কিন্তু ছেলে বেলায় কেউ বাসায় আসলেই হুংকার দিতেন তিনি। তখন থেকেই সবাই তাকে টাইগার নামে ডাকতে শুরু করে।
২৫ বছর বয়সি এ তারকা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন সবাইকে কামড়েও দিতাম। এটি একটি অভ্যাস ছিল।’
টাইগার শ্রোফের পরবর্তী সিনেমা বাঘী। এ সিনেমায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে।
মন্তব্য চালু নেই