যে কারণে দলে রাখা হয়নি মিসবাহকে
পাকিস্তান দলে আপাতত নেই মিসবাহ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বড় এক ধাক্কা খেলো পাকিস্তান।
শ্বশুরের মৃত্যুর কারণে সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক মিসবাহকে দলে পাচ্ছে না পাকিস্তান শিবির। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন আজহার আলী। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
মিসবাহর সঙ্গে তার পরিবার এখন ক্রাইস্টচার্চের আছে। সেখানেই তারা এ সংবাদ পান। ফলে স্থানীয় সময় আজ বিকেলের মধ্যেই দেশের বিমানে চড়ার কথা তার। এদিকে সিরিজের প্রথম টেস্টে খুব বাজেভাবে হারে পাকিস্তান। এই অবস্থায় অধিনায়ককে হারানো দলটির জন্য বিশাল ক্ষতি।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।
মন্তব্য চালু নেই