যে কারণে জ্যাকলিনকে ‘টাইগার’ ঘোষণা দিল জাতিসংঘ!
বন্য প্রাণী নিয়ে বেআইনি বাণিজ্য রুখতে জাতিসংঘ সম্প্রতি এক গ্লোবাল ক্যাম্পেন লঞ্চ করেছে, যেটাকে সমর্থন জানিয়েছেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, ব্রাজিলিয়ান সুপার মডেল জিসেল বুন্দচেন এবং আরো অনেকেই৷ গত মঙ্গলবার নাইরোবিতে দ্বিতীয় ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি-তে এই ‘ওয়াইল্ড ফর লাইফ’ ক্যাম্পেন শুরু হয়েছিল৷ বন্যপ্রাণী বেআইনি চালান রোখার জন্য পৃথিবীর লক্ষ মানুষের প্রতিশ্রীতি আর সহযোগিতা আদায় করার লক্ষ্য নিয়ে৷
প্রসঙ্গত শ্রীলঙ্কার মডেল জ্যাকলিন ফার্নান্ডেজ তার সমর্থন জানিয়েছেন বাঘ-এর পক্ষে৷ তাই জাতিসংঘের প্রচারে জানানো হয়েছে, ‘জ্যাকলিন ফার্নান্ডেজ ইজ আ টাইগার’৷ এবং বুন্দচেন জানিয়েছেন তিনি সামুদ্রিক কচ্ছপের জন্য লড়াই করতে আগ্রহী৷
জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, প্রতি বছর কয়েক হাজার বন্যপ্রাণীকে বে-আইনিভাবে হত্যা করা হয়৷ তাই তিনি আবেদন করেছেন সমস্ত দেশের সরকার এবং সাধারণ মানুষকে এই আবেদনে সাড়া দিতে৷ বলেছেন, ‘পৃথিবীর মানুষ এবং এই গ্রহটির ভালোর জন্যই আমাদের বন্যপ্রাণী সংরক্ষণে আগ্রহী হওয়া উচিত৷’
জ্যাকলিন এবং জিসেল ছাড়াও আর যারা এগিয়ে এসেছেন তারা হলেন লেবানিজ গায়িকা রাঘেব আলামা, চীনা অভিনেত্রী লি বিংবিং, ইন্দোনেশিয়ান-অস্ট্রেলিয়ান মডেল নাদিয়া হুটাগ লুং, ভিয়েতনামি গায়িকা থু মিন, আমেরিকান অভিনেত্রী নিকি রিড এবং মার্কিন অভিনেত্রী আয়ান সমারহ্যাল্ডার৷
মন্তব্য চালু নেই