যে কারণে খুবই কষ্ট পেলেন মুমিনুল
বাংলাদেশের ছোট গড়নের ক্রিকেটারদের মধ্যে এক জন মুমিনুল। খাটো বলে বেশ তুচ্ছ তাচ্ছিল্যর শিকার হয়েছেন তিনি। খাটো হওয়ার কারণে ছোটবেলায় বিকেএসপিতে ভর্তি হওয়া নিয়েও বেশ বিপাকে পড়তে হয় তাকে। সে দিনের স্মৃতিও নিজের মুখে বলেন মুমিনুল।
তিনি ছোটবেলায় বিকেএসপিতে ভর্তি হতে গেলে উচ্চতা কম থাকার কারণে প্রথমে নেয়া হয়নি তাকে। পরে খুব মন খারাপ করেন ক্রিকেটার মুমিনুল।
সে সময় অনেকে তাকে শুধু সাইকেল চালানোর পরামর্শ দেন। সাইকেল চালালে উচ্চতা বাড়বে বলে পরামর্শ দেন অনেকে। এই মুমিনুল বিকেএসপি থেকেই নিজেকে সৈনিক হিসাবে তৈরী করেন। এখন মুমিনুলের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। ক্রিকেটেও সফল।
এ দলের নেতৃত্ব পেয়েছেন মুমিনুল। ভারতের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব বলেও এক সংবাদ সম্মেলনে জানান মুমিনুল
মন্তব্য চালু নেই