যে কথা প্রেমিককে বলা বারণ!

প্রত্যেক মানুষের জীবনেই একবার হলেও প্রেম আসে৷ কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নিজেদের নির্দিষ্ট গণ্ডি চিনে নিতে হবে৷ এতে সম্পর্কই দৃঢ় হবে না, আপনার নিজস্বতাও বজায় থাকবে৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিছু বিষয় একান্ত নিজস্ব রাখা প্রয়োজন৷এমনকি কছি বিষয় রয়েছে যেগুলি প্রেমিকের সঙ্গে শেয়ার করা একেবারেই বারণ৷

১. আপনি যেহেতু মেয়ে তাই আপনার মেয়ে বন্ধু সংখ্যায় বেশি থাকবে সেটাই স্বাভাবিক৷ তবে সে বিষয়টি প্রেমিকের কাছে গোপন রাখাই ভাল৷ বিশেষত সেই বান্ধবীর বিশেষ গুণাগুণ৷ মাথায় রাখবেন আপনার প্রেমিক আপনার উপরেই নির্ভর করতে চায়৷ আর চায় আপনিও তার বিশ্বাসের মর্যাদা দিন৷ সুতরাং আপনিই সেরা, তার সেই বিশ্বাসটা অটুট রাখুন৷

২. প্রেমিককে অন্ধের মত ভালবাসেন? বেশ তো, কোনও ক্ষতি নেই৷ তবে ভুল করেও ইমেল, ফেসবুক বা অন্য কোনও পাসওয়ার্ড তাকে জানাবেন না৷ নিজস্বতার প্রতি সম্মান সম্পর্ককে দৃঢ় করে৷

৩.প্রেমিকের মা বা বোনকে আপনার একটু নাকউঁচু মনে হতেই পারে৷ তাই বলে এ কথা তাকে আবার বলতে যাবেন না৷ এ কথা নিজের মধ্যেই রাখুন৷ এমনকি নিজের প্রিয় বান্ধবীটিকেও একথা বলার কোনও প্রয়োজন নেই৷ এমনকি আপনার কোনও পরিচিতার হয়ত এমনই সমস্যা৷ সেকথাই প্রেমিকের কানে না তোলাই ভালো৷

৪.নতুন প্রেমিকের কাছে হয়ত প্রাক্তন প্রেমিকের বিষয়ে কিছু জানাতে চান৷ সেটা জানিয়ে রাখাই ভাল, যাতে ভুল বোঝাবুঝি না হয়৷ তবে কিছু বিষয় গোপন রাখবেন৷ কারণ প্রত্যেক মানুষের জীবনেই ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতা থাকে যা তার কাছে অমূল্য সম্পদ৷ প্রকাশ করা মানেই সম্পদ হাতছাড়া হয়ে যাওয়া৷ তবে কিছু জিনিষ গোপন রাখা মানে এই নয় যে আপনি আপনার প্রেমিককে ঠকাচ্ছেন৷ এতে কোনও অপ্রসঙ্গিক বা অপ্রয়োজনীয় পরিস্থিতির সৃষ্টি হবে না৷



মন্তব্য চালু নেই