যে ইচ্ছার কথা বলেছেন ম্যারাডোনা

দীর্ঘদিন ধরে বেকার আর্জেন্টিনার ফুটবল জাদুক দিয়েগো ম্যারাডোনা। এভাবে আর কতদিন বসে খাওয়া যায়? একটা কিছু তো করতে হয়।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তাকে যে কেউ এখন আর ডাকে না। তাই নিজে আগ বাড়িয়ে কাজ চাইছেন। কাজ তো ওই একটাই কোচগিরি। মরক্কো সফরে গিয়ে বলেছেন, ‘তিনি তাদের জাতীয় দলের কোচ হতে আগ্রহী। প্রস্তাব পেলে লুফে নেবো।

এখন অপেক্ষার পালা ম্যারাডোনার ইচ্ছাপূরণে মরক্কো সাড়া দেয় কিনা!



মন্তব্য চালু নেই