যেসব হলে দেখা যাবে ‘কৃষ্ণপক্ষ’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি সারাদেশের ১৬টি হলে মুক্তি পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় শাওনের প্রথম নির্মিত কৃষ্ণপক্ষ ছবিতে প্রধান নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী মাহিয়া মাহি।
আর এ ছবির মাধ্যমে রিয়াজ ও মাহি প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে আরো অভিনয় করেছেন, ফেরদৌস, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, ফারুক আহমেদসহ আরো অনেকে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এসআই টুটুল।
কৃষ্ণপক্ষ ছবিটি দেখা যাবে যেসব সিনেমা হলে:
ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী, অভিসার, পূর্ণিমা, ফরিদপুরের বনলতা, সিলেটের বিজিবি অডিটরিয়াম, জয়দেবপুরের চন্দনা, নাটোরের ছায়াবানী, টাঙ্গাইলের মধুপুরের মমতা, নাগপুরের রাজিয়া, পাবনার রূপকথা ও সিরাজগঞ্জের সাগরিকা।
মন্তব্য চালু নেই