যেসব দেশে সবার আগে মিলবে নয়া আইফোন

২১ মার্চ অ্যাপল ইভেন্টে সস্তার আইফোন অবমুক্ত করা হয়। ৪ ইঞ্চির এই ফোনটির মডেল এসই। সাশ্রয়ী দামের এই ফোনটি কিনতে গোটা ‍দুনিয়ার আইফোন প্রেমীরা উন্মুখ হয়ে আছেন। জেনে নিন কোন কোন দেশে সবার আগে মিলবে আইফোন এসই।

১) মার্কিন যুক্তরাষ্ট্র
২) গ্রেট ব্রিটেন
৩) অস্ট্রেলিয়া
৪) কানাডা
৫) চীন
৬) ফ্রান্স
৭) জার্মানি
৮) হংকং
৯) জাপান
১০) নিউজিল্যান্ড
১১) সিঙ্গাপুর

ফোনটির মূল্য ৩৯৯ ডলার। ১৬ জিবি ও ৩২ জিবি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে।



মন্তব্য চালু নেই