যেসব দেশের চাকরিজীবীরা সবচেয়ে সুখী
বিশ্বের সবচেয়ে সুখী চাকরিজীবীদের তালিকা উঠেছে সদ্য প্রকাশিত এক গবেষণা তথ্যে। বিশ্বের ১৫টি দেশের ১৪ হাজার ৪০০ মানুষের উপর গবেষণা চালিয়ে সম্প্রতি এ তথ্য দিয়েছে ব্যরোমিটার এডার্ন্ড-আইপিসস।
কর্মক্ষেত্রে চাকরিজীবীদের সুযোগ সুবিধা, তাদের পদোন্নতির সুযোগ এবং কর্মক্ষেত্রের পরিবেশসহ বেশ কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করে করা হয় ওই গবেষণা। গবেষণা তথ্য অনুযায়ী, ভারতের চাকরিজীবীরা সবচাইতে সুখী। দেশটির প্রায় ৮৮ শতাংশ চাকরিজীবীই তাদের কাজ নিয়ে সুখী।
এরপরের অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটির ৮১ শতাংশ চাকরিজীবী তাদের কাজ নিয়ে সুখী। এরপর যথাক্রমে যুক্তরাষ্ট্র, চিলি, ব্রাজিল, জার্মানী, যুক্তরাজ্য, চীন ও বেলজিয়াম। এসব দেশের চাকরিজীবীদের মধ্যে সন্তুষ্টির পরিমাণ যথাক্রমে, ৭৭, ৭৭, ৭৭, ৭৪, ৭১ এবং ৭১ শতাংশ।
মন্তব্য চালু নেই