যেমন কুকুর, তেমন মুগুর

বিএনপিকে উদ্দেশ্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না। যেমন কুকুর, তেমন মুগুর।’
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগরের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- স্পষ্ট কথা, বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না। তারা যেমন কার্যকলাপ করবে, তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে। যেমন কুকুর, তেমন মুগুর।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হটকারী সিদ্ধান্ত দলকে কবরে নিয়ে যাচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির অনেক সিনিয়র নেতা আজকে চুপসে গেছেন। সে কারণে বিএনপির কোনো নেতাকর্মী মাঠেও নেই।’
সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সংলাপে বসেই তারা সর্ব প্রথম তারেক ও খালেদার দুর্নীতি মামলা তুলে নিতে বলবে। এদের মূল এজেন্ডা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়। এদের উদ্দেশ্য হচ্ছে খালেদা ও তারেকের মামলা প্রত্যাহার। খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। এখন তিনি বুঝতে পেরেছেন, আদালত থেকে তিনি বাঁচতে পারবেন না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী লুৎফুল কবির রেনুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সস্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।



মন্তব্য চালু নেই