যেভাবে হ্যাকারদের হাত থেকে স্মার্টফোন রক্ষা করবেন

প্রতিদিন গড়ে একজন ব্যক্তি চারঘণ্টারও বেশি তার স্মার্টফোনটি ব্যবহার করে থাকে। কল করা ছাড়াও অনলাইন কেনাকাটা ওয়েব ব্যাংকিংসহ নানা কাজ করা হয় এই ফোন দিয়ে। আর প্রতিনিয়ত ফোন হারানো বা চুরি যাওয়ার মতো ঘটনার পাশাপাশি রয়েছে সাইবার আক্রমণ। তাই আসুন স্মার্টফোনকে রক্ষা করতে কোন বিষয়গুলোর উপর জোর দেয়া যেতে পারে-

এনক্রিপশন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে তার ডেটা এনক্রিপ্ট করে রাখার সুবিধা দেয়। পাসওয়ার্ড অথবা পিন নম্বর দিয়ে রাখুন ফোনে। এতে বারবার আনলক করাটা বিরক্তিকর হলেও ফোনটি অন্যের হাতে পড়লেও আপনার ডেটা সুরক্ষিত থাকবে।

ওয়াই-ফাই

অপিরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্ক এ যুক্ত হওয়া থেকে বিরত থাকুন। আপনার অপারেটরের দেওয়া ডেটা প্যাকেট ব্যবহারের চেষ্টা করুন। যদিও এতে খরচ বেশি পড়বে তবুও আপনার ডিভাইস নিরাপদ থাকবে।

অপরিচিত সূত্রের অ্যাপ

গুগল প্লে কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে বেশ কিছু অ্যাপ রয়েছে যা কিনা আপনি নিশ্চিন্তে ইন্সটল করতে পারেন। তবে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যারা কিনা অপিরিচিত ওয়েবলিংক থেকে অ্যাপ ডাউনলোডের জন্য অনুরোধ জানায়। কিন্তু এসব সোর্স থেকে অ্যাপ ব্যবহার না করাই উচিত।

অ্যান্টিভাইরাস

মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। মোবাইলের জন্য বেশ কিছু বিনামূল্যের অ্যান্টিভাইরাস রয়েছে।

আপ-টু-ডেট

ফোনের অ্যাপস এবং সফটওয়্যার আপডেট রাখুন। এছাড়াও প্রতিষ্ঠানের আপডেট করা অপারেটিং সিস্টেম আপডেট করে নেন।

সুত্র: টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই