যেভাবে মেঘালয়ে সময় কাটাচ্ছেন সালাহ উদ্দিন
ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এখন অনেকটাই সুস্থ। তিনি নার্স ও ডাক্তারদের সঙ্গে গল্প করে এবং পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)- এ রাখা হয়েছে।
শনিবার এ কথা জানিয়েছেন তার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. ভাস্কর। তিনি জানান, সালাহউদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। তবে পুরোপুরি সেরে না ওঠায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে।
দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের খোঁজ মেলে ১১ মে মেঘালয়ের শিলংয়ে। প্রথমে ভারতের মেঘালয়ের শিলংয়ের মানসিক হাসপাতালে পুলিশি হেফাজতে তিনি চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৯ মে (বুধবার) সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে ‘উন্নত চিকিৎসার’ জন্য নেগ্রিমসে স্থানান্তরিত করা হয়।
মন্তব্য চালু নেই