যেভাবে ভালো থাকেন ঐশ্বরিয়া রাই

জন্মের পর থেকেই মেয়ে আরাধ্যাকে আগলে রেখেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সব সময়ই মেয়েকে কোলে নিয়ে ঘোরেন সাবেক এই বিশ্বসুন্দরী। বাড়িতেও সন্তানকে কাছাকাছি রাখেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ঐশ্বরিয়া বলেন, আমি খুব সেনসিটিভ। আরাধ্যাও ঠিক আমার মতো হয়েছে। আর এটা ওর একটা অসাধারণ গুণ।

যতই ব্যস্ততা থাক মেয়েকে সময় দেয়াই ঐশ্বরিয়ার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য কাজের সংখ্যা অনেক কমিয়েও দিয়েছেন নায়িকা।

সব মিলিয়ে দিন শেষে আরাধ্যা কীভাবে খুশি করে মাকে? ঐশ্বরিয়ার উত্তর, মেয়ের হাসি আমাকে যে কোনও সময় ভাল রাখে।



মন্তব্য চালু নেই