গাইবান্ধায় ডেপুটি স্পীকার

যেকোনো দুর্যোগ ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন যেকোনো দুর্যোগ ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। অগ্নিকাণ্ডসহ যেকোনো দূর্যোগে ক্ষতি কমিয়ে আনতে সরকার প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরী করছে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মান করা হচ্ছে। তিনি আজ রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিদর্শন ও ত্রাণ বিতরন কালে একথা বলেন।

সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল মিয়া, আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবুসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে পাঠানপাড়া গ্রামে গত দিবাগত রাতে ৮টি পরিবার অগ্নিকান্ডে ভস্মিভূত হলে ডেপুটি স্পীকার তার সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তিনি এসব ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনা দেন।



মন্তব্য চালু নেই