যুবরাজ-হেজেলের বাগদান চলতি মাসেই!
ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার যুবরাজ সিংহের সঙ্গে বলিউড মডেল ও অভিনেত্রী হিজেল কিচের নভেম্বরেই বাগদান অনুষ্ঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এই জুটির প্রেমের বিষয়ে গুঞ্জন চলছিল।
যুবরাজের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বাগদান সম্পন্ন হতে পারে বলে শোনা যাচ্ছে।
‘বডিগার্ড’ ছবিতে সালমান খান এবং কারিনা কাপুরের সাথে অভিনয় করেছিলেন হেজেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও বি-টাউনে মূল নায়িকা হিসাবে নিজের পায়ের তলায় মাটি শক্ত করাই হেজেলের লক্ষ্য। এর মধ্যেই যুবরাজের প্রেমে প়ড়েছেন নায়িকা। পাবলিক প্লেসে একাধিকবার এই জুটিকে এক সঙ্গে দেখা গিয়েছে।
সম্প্রতি লন্ডনে একান্তে ছুটি কাটিয়েও এসেছেন তারা। তাই তাদের মধ্যে সত্যিই যে প্রেমের সম্পর্ক রয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত বলিউড। যদিও যুবরাজ বা হেজেল কেউই এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি।
মন্তব্য চালু নেই