যুবরাজ-জহিরকে নিয়ে ডুমিনির আশা

আইপিএলে একবারও চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাতে পারেনি। গতবারও দিল্লি ডেয়ারডেভিলসের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। সাকুল্যে তাদের পয়েন্ট ছিল মাত্র চার।
এবার সেই ধারা পরিবর্তন করতে চায় দলটি। বেছে নেওয়া হয়েছে নতুন অধিনায়ক। জেপি ডুমিনি। দিল্লি দলে ভিড়িয়েছে টি২০র হটকেক যুবরাজ সিংকে। সঙ্গে যোগ হয়েছে একসময়ে ভারতীয় পেস আক্রমনের নেতা জহির খান। আছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা মোহাম্মদ শামিও।
ডুমিনির আশা দিল্লিকে এবার ভাল কিছু উপহার দিতে পারবেন। বিশেষ করে যুবরাজ-জহিরের উপস্থিতি তার আত্মবিশ্বাসকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে, ‘দু’জনই অনেক অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা শুধু দলের জন্যই নয়, অধিনায়ক হিসেবে আমাকেও সাহায্য করবে। সবচেয়ে বড় সুবিধা ব্যাটিং এবং বোলিংয়ে আমাদের হাতে অনেক বিকল্প আছে।’
গতবারের ভরাডুবির পর এবার দলটি ঘুরে দাঁড়াতে চায়। সেটা ডুমিনির কথায় পরিস্কার। তার ভাষায়,‘ গতবারের মৌসুম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা এবার ভিন্ন কিছু করতে চাই। দলে বেশ কিছু নতুন মুখ যোগ হয়েছে। আমরা কঠোর পরিশ্রম করছি। ভাল কিছু করার জন্য এটা আমাদের জন্য অনেক বড় মৌসুম।’
মন্তব্য চালু নেই