যুবদল সভাপতি আলালের জামিন
আওয়ামী লীগ নেতা ও নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামালার ঘটনাসহ পুলিশের দায়ের করা অপর দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রোববার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচারপতি মো. আমির হোসাঈনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
উল্লেখ্য, ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ও পুলিশের গাড়িতে হামালার অভিযোগ এনে শাহবাগ থানায় গত ২৪ ডিসেম্বর এ মামলা দুটি দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই