যুবকের কান থেকে ২৬টি আরশোলা বের করলেন চিকিৎসকরা!
কান থেকে পোকা বেরনোর কথা শোনা গিয়েছে আগে। তবে কান থেকে আরশোলা বেরনোর কথা শুনেছেন কি কখনও? তাও আবার একসঙ্গে ২৬টা? এমনই ঘটনা হল ১৯ বছরের তরুণ লি-এর সঙ্গে।
মাঝারাতে কানে অসম্ভব যন্ত্রনা ওর চুলকুনির চোটে ঘুম ভেঙে গিয়েছিল লি-এর। কানে আঙুল নিয়ে লি বুঝতে পারেন ভিতরে কিছু একটা রয়েছে। পরদিনই হাসপাতালে যান লি। এন্ডোস্কপির পর চিকিত্সকরা দেখেন আরশোলা ভরে রয়েছে। কানের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ধরে বাস করছিল এক মহিলা আরশোলা। ধীরে ধীরে বংশবিস্তার করায় এখন কানে রয়েছে ২৬টি আরশোলা। চিকিত্সকরা জানালেন, লি হাসপাতালে না এলে তার কানের বড়সড় ক্ষতি হতে পারতো।
কানে আরশোলা থাকার ফলে কানের ত্বকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
মন্তব্য চালু নেই