যুক্তরাষ্ট্রে নারীদের জন্য মসজিদ

যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নারীদের জন্য মসজিদ খোলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই মসজিদটি দেশটিতে নারীদের এরকম প্রথম মসজিদ।

শুক্রবার স্থানীয় মুসলিম কাউন্সিলের এডিনা লেকোভিকের ইমামতিতে জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটি যাত্রা শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসের পুরনো অংশে মসজিদটির অবস্থান। মসজিদ ভবনটি প্রথমে ইহুদীদের উপাসনালয় হিসেবে তৈরি করা হয়েছিল। এখনো ভবনটিতে ইহুদী ও খ্রিষ্টান ধর্মীয় কয়েকটি গ্রুপের অফিস রয়েছে।



মন্তব্য চালু নেই