যুক্তরাষ্ট্রে একসঙ্গে সাকিব-শিশির

অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পরপরই টেস্ট দলের ক্রিকেটাররা ফিরেছেন জাতীয় লিগের ম্যাচে। বাদ গেছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটি নিয়েছেন তিনি, পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পথে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খোঁজ পাওয়া গেলো সাকিব দম্পতিকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সময় কাটানোর একফাঁকে একসঙ্গে সেলফি তুলে ফেসবুকে প্রকাশ করেন সাকিব নিজেই।

খুব বেশি আর ছুটি হাতে নেই সাকিবের। ২৩ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরকে সামনে রেখে দ্রুতই ফিরতে হবে বাংলাদেশে। তার আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে পরিকল্পনা করছে বিসিবি, তা সত্যি হলে আরো আগে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপনকে।



মন্তব্য চালু নেই