যাহা গাড়ি তাহাই বাড়ি! (ভিডিও)

হলিউডের সায়েন্স ফিকশন ‘ট্রান্সফরমার’ সিনেমায় দেখানো হয়েছে অটোবোট, যা গাড়ি থেকে অতিকায় রোবটে রূপান্তরিত হতে পারে স্বয়ংক্রিয়ভাবে। এমন এক গাড়ি যা স্বনিয়ন্ত্রিত অথাৎ চালকাবিহীন।
সেটা তো বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথা। কিন্তু যদি বড় বড় ক্যারাভান বা ট্রাকলরি যদি স্বয়ংক্রিয়ভাবে বাসাবাড়িতে পরিণত হয়! আবার প্রয়োজন ফুরোলে সেটা গুটিয়ে আবার গাড়ির মতোই ইচ্ছেমতো ব্হন করা যায়। ব্যাপারটা অসম্ভব মনে হলেও ভিডিওটা দেখলে আপনার ধারণা পাল্টে যাবে-

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1H1ymVxPFRE



মন্তব্য চালু নেই