যার এক কাপ চায়ের দাম তিন লাখ রুপি

নীতা আম্বানি। ভারতের অন্যতম ধনকুবেরের ঘরণী। আবার, মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট টিমেরও মালকিন তিনি। ফ্যাশনেবল এই নারী সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই। তার যাপিত জীবনের অনেক খবরই চমকে ওঠার মতো। নীতা আম্বানির অনেক শখের মধ্যে একটি, এক কাপ নরিতেক চা সকালে চাই তার। অবাক করা খবর হলেও এটাই সত্যি, নীতা আম্বানির সকালের এই এক কাপ চায়ের দামই তিন লক্ষ রুপি!

জাপানের প্রাচীনতম ক্রোকারি ব্র্যান্ড নরিতাকে থেকে ২২ ক্যারেট সোনা ও প্ল্যাটিনাম খচিত ক্রোকারি সেটও কিনেছেন নীতা আম্বানি। যার দাম দেড় কোটি রুপি।

ঘড়ি, ব্যাগ, জুতো এসব নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তার ঘড়ির কালেকশনে রয়েছে বুলগারি, র‌্যাডো, গুচি, কেলভিন ক্লেন, ফসিল বিশ্বের সেরা ব্র্যান্ডগুলি। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু। যার দামই শুরু হয় ৩০ লক্ষ রুপি থেকে।

জুতোর ব্যাপারেও তার পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতোর র‌্যাক থেকে একই জুতো কখনই দু’বার পরেন না তিনি। ন’বছর আগে তার জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস।
২০১৬ সালের নিরিখে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা



মন্তব্য চালু নেই