যারা আগুন দিয়ে মানুষ মারে তারা দানব

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা আগুন দিয়ে মানুষ মারে তারা দানব, অমানুষ ও জানোয়ার এবং পশু। মানবের সঙ্গে দানবের কোনো জায়গা নেই। দানবরা যখন মানবের বিরুদ্ধে লড়াই করে তখন মানবরা একত্রিত হয়ে তা প্রতিহত করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে, দানবরা কখনও মানবের সঙ্গে জয়ী হয়নি।’
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৭১ ফাউন্ডেশনের আয়োজনে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দানবের কোনো ইতিহাস নেই, ঐতিহ্য নেই, দেশ নেই, ধর্ম নেই, জাতি নেই। তারা মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু।’
তিনি আরো বলেন, ‘ডাকাতদের সঙ্গে কোনো মিটমাট হয় না। জীবনের কিছু সময় আছে যেখানে মিটমাট হয় না। যারা বলেন, মিটমাট করলে হয় না, আমরা তাদের বলি ডাকাতদের সঙ্গে কোনো মিটমাট হয় না। এরকম কিছু বুদ্ধীজীবী একাত্তর সালেও নাজিল হয়েছিল। তখন তারা বলেছিল, রাজাকারদের সঙ্গে একটু মিটমাট করেন না।’
ইনু বলেন, ‘একটু সামরিকতন্ত্র, একটু গণতন্ত্র, একটু ধর্মতন্ত্র এই তিনে মিলে গোজামিলতন্ত্র। গোজামিলতন্ত্র খিচুরীতন্ত্র। খিচুরী দিয়ে ভাত খাওয়া যায় কিন্তু গনতন্ত্র হয় না।’
মন্ত্রী বলেন, ‘একাত্তর সালে যেভাবে রাজাকার-যুদ্ধাপরাধীরা মানবের উপর দানবের মতো হামলা করেছিল আজও তারা একইভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এদের কাছে মানবতা, দেশ, গণতন্ত্রের কোনো দাম নেই।’
আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তবে আগুন সন্ত্রাসীদের সম্পূর্ণ রূপে বিতাড়িত করতে হবে। এই আগুন সন্ত্রাসীদের যদি এখনই থামানো না যায় তাদের লক্ষ্য হবে শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া। এমন কি বই মেলায়ও হামলা চালাতে পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের জন্য আইএস, তালেবানের মতো আবির্ভূত হয়েছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য কর্নেল (অব) শওকত আলী, ফয়জুর রহমান, নাহিম রাজ্জাক ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. জেবুন্নাহার।



মন্তব্য চালু নেই