যাঁর ছবি দেখছেন, তাঁর পরিচয় জানেন? অবাক হয়ে যেতে পারেন

ছবিটি ভালভাবে দেখুন। ছবিতে এক বাবাকে তাঁর কন্যাসন্তান কোলে দেখা যাচ্ছে। এবারে পড়তে থাকুন। এঁদের পরিচয় জানলে ভালই লাগবে। বিখ্যাত মানুষ বলে কথা।

সদ্য পরিচালক রামগোপান ভার্মা তাঁর সম্পর্কে বলেছেন, ‘‘আমার জীবনে দেখা সেরা বাচ্চা।’’ তিনিও নিজেকে ‘‘বেবি’’ বলেছেন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ সকলে। রামগোপাল ভার্মা তাঁকে টুইটারে চকোলেট পাঠাতে চেয়েছিলেন। যাঁকে বলেছিলেন, তিনিও পাল্টা টুইটে বলেন, ‘‘ধন্যবাদ স্যর। আমি চকোলেট ভালবাসি।’’ এই শিশুই বড় হয়ে আজ ইনি।

Sunny



মন্তব্য চালু নেই