যশোরে সাপ মেরে বিপাকে পড়েছে একটি পরিবার

সাপ মেরে বিপাকে পড়েছে অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিবার। গত দু’দিন ধরে পরিবারটি সাপ-আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজীপুর গ্রামের মোকাদ্দেস মোল্লার বাড়িতে।
মোকাদ্দেস মোল্লার ছেলে তরিকুল মোল্লা জানান, গত সোমবার সকালে বাড়ির প্রাচীরের ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি সাপটি পিটিয়ে মেরে ফেলেন। আধা ঘণ্টা পর আর একটি সাপ মৃত সাপটির পাশ দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িতে ২০-২৫টি সাপ জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে তরিকুল মোল্লা পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। ভয়ে কেউ বাড়ির মধ্যে ঢুকতে সাহস পায় না। প্রত্যক্ষদর্শী একই এলাকার পৌর কাউন্সিলর মুজিবর রহমান বলেন, সত্যিই আজব ব্যাপার।



















মন্তব্য চালু নেই