পল্লী বিদ্যুতের কর্মচারীকে মারপিট
যশোরে দুই ইয়াবা বিক্রেতা আটক
যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের পূর্ব বারান্দী পাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে শহরের পূর্ব বারান্দী পাড়া বটতলা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সিদ্দিক ও আব্দুল গফুর শেখের ছেলে রফিক।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা ইয়াবা বিক্রি করছিল। ইয়াবা বিক্রি করার সময় সিদ্দিক ও রফিককে হাতেনাতে আটক রা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারপিট:
যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারিদের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে এক পরিবারের সাথে বাকবিতন্ডা হয়। এ পর্যায় ওই বাড়ির লোকজন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারিদের মারপিটে করে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির বাঘারপাড়া জোনের এজিএম দেবাশীষ ভট্টাচার্য বাদি হয়ে তিনজনকে আসামি করে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে।
আসামিরা হচ্ছে যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের মৃত ইনার আলীর ছেলে ইউনুছ আলী, ইদ্রিস আলী ও মেয়ে আছমা খাতুন।
গত ২১ ডিসেম্বর সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারিরা ওই বাড়িতে বকেয়া বিল পরিশোধের অনুরোধ করে। বিল দিতে অপারগতা প্রকাশ করলে তারা ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।এ সময় আসামিদের সাথে ওই কর্মচারীর বাক বিতন্ডা হয়। এক পর্যায় ইউনুছ আলী, ইদ্রিস আলী ও আছমা খাতুন তাদেরকে লাঠি দিয়ে মারপিট করে।
মন্তব্য চালু নেই