যশোরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন, হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজন আটক
যশোরে শাহীন (২০) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। সে যশোর সদরের নুরপুর গ্রামের মিরন হোসেনের ছেলে ও যশোর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। এ হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত পরিবারের দাবি শহরতলীর খয়েরতলা বাজারে শাহীনের কম্পিউটারের দোকানে অবস্থান করছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে তার এক বন্ধু ডেকে নিয়ে যায় নূরপুর নতুন কবরস্থানের এলাকায়। এ সময় মঈন, সবুজ, জলিল ও মনিরুলসহ কয়েকজন শাহীনকে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা মিরন বিশ্বাস বলেন বাড়ির সীমানার প্রাচীর নিয়ে প্রতিবেশি কাউয়ুম আলীর সঙ্গে তার বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তার ছেলেকে খুন করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শিকদার আক্কাছ আলী জানান শাহীন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মঈন ও আশরাফুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে।
মন্তব্য চালু নেই