যশোরে ছাত্রী অপহরণের ঘটনায় পিতা পুত্রের বিরুদ্ধে মামলা

যশোরের পল্লী সিঙ্গীয়া আদর্শ কলেজের কাছ থেকে মাদ্রাসা ছাত্রী কিশোরী সুমাইয়া খাতুন (১৫) কে অপহরণের অভিযোগে পিতা পুত্রের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে,যশোর সদর উপজেলা বানিয়ার গাতী গ্রামের মোশারফ হোসেন কোতয়ালি থানায় দায়ের কৃত এজাহারে বলেছেন, তার মেয়ে সুমাইয়া খাতুন সিঙ্গীয়া মহিলা মাদ্রাসায় ৯ম শ্রেনীতে লেখা পড়া করে। মাদ্রাসায় আসা যাওয়ার প্রাক্কালে সদর উপজেলা বানিয়ার গাতি গ্রামের ডাক্তার গোলাম রহমানের পুত্র রাশেদ প্রেমের প্রস্তাব দেয়ার এক পর্যায় বিয়ের কথা বলে। বিষয়টি জানাজানির পর রাশেদের পরিবারকে জানানো হলেও কোন কর্নপাত করা হয়নি।গত ১০ জুন সকালে সুমাইয়া খাতুন সকালে বাড়ি হতে কোচিং করতে যায়। সকাল আনুমানিক সাড়ে ৬ টায় সিঙ্গীয়া আদর্শ কলেজের কাছে কোচিং সেন্টারের কাছে পৌছালে ওৎপেতে থাকা রাশেদসহ তার পিতা ডাক্তার গোলাম রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন জোর পূর্বক সুমাইয়া খাতুনকে ধরে সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।



মন্তব্য চালু নেই