যশোরে কলেজ শিক্ষকদের মানব বন্ধন ও সমাবেশ
আবিদুর রেজা খান, যশোর অফিস: রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কলেজ শিক্ষকরা এমপিও ভুক্তিসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশ করেন শিক্ষকরা।শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশের ২১২টি বেসরকারি কলেজে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষক রয়েছেন। সরকারি নিয়ম মেনেই এসব শিক্ষকদের নিয়োগ হয়েছে। কিন্তু, তাদের সরকারি খাত থেকে কোন বেতন দেওয়া হচ্ছে না।তারা আক্ষেপ করে বলেন, সর্বোচ্চ ডিগ্রিধারী এসব শিক্ষক দেশের প্রায় চার লক্ষাধিক ছাত্র-ছাত্রীকে পাঠদান করান নামমাত্র বেতনে।শিক্ষকরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকসমাজকে বাঁচিয়ে রাখা সরকারের দায়িত্ব। তারা অবিলম্বে তাদের এমপিওভুক্তির দাবি জানান।সংগঠনের সভাপতি প্রভাষক আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদিক ফিরোজ আহম্মেদ, বরুণ কুমার অধিকারী, তুহিন আলম, বুলবুল আহম্মদ, মুহসীন হুসাইন প্রমুখ।
মন্তব্য চালু নেই