যশোরে এক যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের এক পর্যায় লাল্টু হোসেন (২২) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সে যশোর সদর উপজেলা খলশী দক্ষিণ পাড়ার কাশেদ আলী শেখ’র পুত্র। জানাগেছে,বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের এক পর্যায় লাল্টু কীটনাশক পান করে।বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে আনলে মারা যায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।





























মন্তব্য চালু নেই