যশোরের কিছু খবর :

যশোরে ইজিবাইক ভাংচুরের ঘটনায় একজন আটক

সোমবার দুপুরে যশোর শহরের প্রাণ কেন্দ্র গাড়ীখানা সড়কে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দ্বীপ ইসলাম ইজিবাইক ভাংচুর করে। এ অভিযোগে পুলিশ তাকে আটক করে। সে যশোর শহরের বেজপাড়ার নজরুল ইসলামে পুত্র।

পুলিশ জানায় সোমবার দুপুর ১২ টারদিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন হরতাল বিরোধী মিছিল বের করে। এ সময় মিছিলে থাকা দ্বীপ ইসলাম একটি ইজিবাইক ভাংচুর করে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

 

যশোরে বিএনপি কর্মীসহ দুইজন আটক
যশোর কোতয়ালি থানা ও সদর ফাঁড়ির পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় বিএনপি’র কর্মী ও ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত ওলিয়ার রহমানের পুত্র মতিয়ার রহমান ও আরএনরোড এলাকার আদম আলীর পুত্র ওমর ফারুক।

রোববার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে বিএনপি কর্মী মতিয়ার রহমানকে আটক করে। অপরদিকে সদর ফাঁড়ির পুলিশ শহরের চিহ্নিত ছিনতাইকারী ওমর ফারুককে আটক করে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই