যশোরে অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী আটক
শুক্রবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জামাল হোসেন
শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহেদ হোসেন ওরফে জনিকে আটক করে। এ সময় একটি বিদেশী রিভলবল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায় নীলগঞ্জ-তাঁতীপাড়া এলাকার সাব-কন্ট্রাক্টর কামালকে ধরে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা আদায় ও স্টাম্পে সই করিয়ে নেয় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহেদ হোসেন ওরফে জনি। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে ওই এলাকার ফয়সাল ওয়ার্কশপ নামে একটি মটর গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় সাহেদ হোসেন ওরফে জনিকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গ্যারেজের একটি প্রাইভেট কারের ভিতর থেকে একটি বিদেশী রিভলবল ও এক রাউন্ড গুলি করা হয়।
পুলিশ আরও জানায় জনি ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
যশোরে বিএনপির নেতা কর্মীসহ ৪৮জন আটক
যশোরে নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিএনপির নেতা কর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির দুই কর্মী রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশ নয় থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আটককৃতদেও বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
যশোর পুলিশের কন্ট্রোল রুমসূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির দুই কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
মন্তব্য চালু নেই