যশোরের খবর (১৩/৯/১৪)

## যশোরে হিন্দু মহাজোটের মানববন্ধন পালিত:
যশোর অফিস: শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার উদ্যোগে দূর্গা পুজায় তিন দিনের সরকারী ছুটি ও জাতীয় সংসদে ৬০ টি সংরক্ষিত আসনের দাবিতে মানব বন্ধন করেছে । এ সময় উপস্থিতছিলেন জোটের প্রেসিডিয়াম সদস্য বাবু মোহিত কুমার নাথ,আহবায়ক হেম চন্দ্র রায়,যুগ্ম আহবায়ক পরিমল মজুমদার,অধ্যাপক সঞ্জয় জোয়াদারদার,অধ্যাপক প্রদীপ দত্ত,অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক গপি কান্ত সরকার,অধ্যাপক বিপুল অধিকারী,এ্যাডভোকেট ভীমসেন দাস,দিলিপ অধিকারী,অধ্যাপক বিপ্লব ধর,রবী রঞ্জন সাহা,অমল রায়,বাবু জয়কালি ঘোষ,বাবলু দাস,বিভূতোষ রায় প্রমুখ।

## প্রেসক্লাব যশোর-এর নির্বাচন, ১৫ পদে ২৯ প্রাথীর লড়াই:
আবিদুর রেজা খান: আজ শনিবার প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৫ পদে ২৯ প্রাথীর লড়াই করছে। সভাপতি পদে দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও প্রেসক্লাব যশোরের বর্তমান সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন,দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদকও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা,দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিনয় কৃষ্ণ মল্লিক প্রতি দ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম মঞ্জুরুল আলম টুটুল,দৈনিক স্পন্দন পত্রিকার মফস্বল সম্পাদক মনোতোষ বসু,খুলনা থেকে প্রকাশিত প্রতর্বন পত্রিকার যশোর ব্যুরো চীফ এসএম হাবিবুল্লাহ হাবিব,সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর যশোর প্রতিনিধি এস এম তৌহিদুর রহমান,দৈনিক স্পন্দন পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ,যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভি’র যশোর প্রতিনিধি সাইফুল ইসলাম সজল,অর্থনীতি প্রতিদিন পত্রিকার যশোর প্রতিনিধি প্রেসক্লাব যশোরের বর্তমান যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন,গাজী টিভি’র যশোর প্রতিনিধি তহীদ মনি,দপ্তর সম্পাদক পদে বৈশাখী টিভি’র যশোর প্রতিনিধি ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন,দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল আজাদ,কোষাধ্যক্ষ পদে বিটিভি যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু,দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চীফ রিপোর্টার জুয়েল মৃধা,সমাজ কল্যাণ ও সাংস্কৃতি সম্পাদক পদে দৈনিক সমাজের কথা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন,দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার দেওয়ান মোর্শেদ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া,কার্য্য নির্বাহী সদস্য পদে দৈনিক লোক সমাজের স্টাফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস,ওই পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ হুসাইন,আব্দুল ওহাব মুকুল,দৈনিক সমাজের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সেলিম,দৈনিক নওয়াপাড়া পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ আহমেদ লিটন,দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান,দেশ টিভি’র যশোর প্রতিনিধি আমিনুর রহমান মামুন,ওয়ান লাইন পত্রিকার সাংবাদিক তৌহিদ জামান,দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদের ও খুলনা থেকে প্রকাশিত দৈ্িনক প্রবাহ পত্রিকার যশোর প্রতিনিধি মোকাদ্দেছুর রহমান রকি। প্রার্থীরা ব্যাস্ত সময় কাটাচ্ছে। তারা বিজয় ছিনিয়ে নিতে বিভিন্ন কৌশল প্রয়োগ অব্যাহত রেখেছে।

## বেনাপোলের বাওড় থেকে এক যুবকের লাশ উদ্ধার:
যশোর অফিস: যশোরের বেনাপোল সীমান্তবর্তী সংলগ্ন পুটখালীর রাজগঞ্জ গ্রামের বাওড় থেকে শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানান,কৃষকরা সকালে মাঠে কাজে যাওয়ার সময় ভারত সীমান্তের পার্শবর্তী এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে রাজগঞ্জ বাওড়ের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখে তারা থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,ধারণা করা হচ্ছে, ভারতে যাওয়ার সময় অথবা ফেরার পথে তাকে দূর্বত্তলা হত্যা করেছে দুর্বত্তরা। নিহত যুবকের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখ ও চোখের একাংশ ফোলা রয়েছে।

## পরিত্যক্ত অস্ত্র গুলি উদ্ধার:
যশোর অফিস: শুক্রবার দুপুরে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা যশোর শার্শা সামঠা গ্রামে অভিযান চালায়। এ সময় একটি ওয়ানরশুটার গান , এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে । র‌্যাব-৬ জানায় সামঠা পোষ্ট অফিস পাড়ার মিজানুর রহমান বাবুর বাড়ীর পাশ থেকে পরিত্যাক্ত অস্ত্র,গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিি টের পেয়ে অস্ত্র,গুলি বহনকারীরা সটকে পড়েছে।

## যশোরে উড়ন্ত ছিনতাইকারীর কবলে এক নারী:
যশোর অফিস: যশোর জিলা স্কুলের সামনে রুমি বেগম নামের এক রিক্সা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে সটকে পড়েছে দুই উড়ন্ত ছিনতাইকারী। সে শার্শার সাড়াতলা গ্রামের চান মিয়ার স্ত্রী। এ ঘটনায় তিনি যশোর কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রুমি বেগম যশোরে আসেন। ডাক্তার দেখিয়ে দুপুর দু’টোর দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি রিকসায় উঠেন। রিকসাটি জিলা স্কুলের সামনে পৌছালে দুই উড়ন্ত ছিনতাইকারী একটি মটরসাইকেলে এসে তার হাতে থাকা ভেনেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

## যশোরে চাকুসহ দু’ ছিনতাইকারী আটক:
যশোর অফিস: যশোর তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় দুই ছিনতাইকারী আটক করেছে। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে
যশোর সদরের রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আল-আমিন এবং মকুখোড়ার ছেলে রুবেল হোসেন।
বুধবার রাতে যশোর সদরের কায়েতখালি গ্রামে আল-আমিন ও রুবেল হোসেনসহ ৩/৪ জন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই মেহেদী হাসান অভিযান চালিয়ে তাদের কে আটক করে। এ সময় একটি চাকু উদ্ধার করে।

## খালেদা জিয়ার কারামুক্তি- যশোরে বিএনপির র‌্যালি সমাবেশ:
যশোর অফিস: বৃহস্পতিবার সকালে টাউন হল ময়দান যশোর জেলা বিএনপির উদ্যোগে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য অধ্যাপক নার্গিস বেগম, জেলা সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন করে।

## যশোরে বাম সংগঠনের প্রতিবাদ সমাবেশ:
যশোর অফিস: বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তা মোড়ে বাম সংগঠনের উদ্যোগে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির যশোর জেলা কমিটির সভাপতি ইকবাল কবীর জাহিদ, সিপিবির জেলা সভাপতি ইলাহদাদ খান, রাজেক আহমেদ , জাকির হোসেন হবি প্রমুখ।

## বিএডিসির এক কর্মচারীর মৃত্যু:
যশোর অফিস: যশোরে আব্দুল খালেক নামের এক কর্মচারী আম গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলা কয়া গ্রামের ওয়ারেশ আলী বিশ্বাসের পুত্র।
পুলিশ জানায় জীবন নগর বিএডিসি অফিসে কর্মরত আব্দুল খালেক সম্প্রতি আম গাছের ডাল কাটতে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধিন আবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

## যশোরে অপহরনের ঘটনায় মামলা:
যশোর অফিস: বৃহস্পতিবার সকালে যশোরে শহরে হানিফ নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। সে যশোরের বাঘার পাড়া উপজেলার অন্তাই খোলা মধ্য পাড়ার আসাদ মোল্লার পুত্র। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে
বাঘার পাড়া উপজেলা অন্তাই খোলা গ্রামের নজরুল মিনার পুত্র রুবেল,নাজির শংকরপুরের সালাম,মিরাজ,মিন্টু,শাহাজাহানের পুত্র বাবু।
মঙ্গলবার সকালে হানিফ পাসপোর্ট তৈরীর জন্যে যশোর আসেন। কাজ শেষ করে দুপুরে বাড়ি ফেরার সময় রুবেল,নাজির, সালাম,মিরাজ,মিন্টু,বাবু তাকে অপহরণ করে। মোবাইল ফোনের মাধ্যমে ২০ হাজার টাকা দাবি করে।



মন্তব্য চালু নেই