যশোরের আ.লীগ ১১, বিএনপি ৩, অন্যান্য ২

যশোরের মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের ১১ জন, বিএনপির ৩ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ২ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। প্রাথমিকভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

এই ১৬টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে ৩২ জনসহ মোট ৫৬ জন চেয়ারম্যান এবং ৫৬৫ জন সাধারণ সদস্য ও ১৪৪ জন মহিলা সদস্য ভোট যুদ্ধে অবতীর্ণ হন। মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় । তবে এ উপজেলার হরিহরনগর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হলেও উচ্চ আদালতের নিদের্শ নির্বাচন স্থগিত রয়েছে।

নির্বাচনের ফলাফলে রোহিতা ইউনিয়নে আ.লীগ সমর্থিত আনসার আলী ৭৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার হোসেন পেয়েছেন ৫৯৮৮। কাশিমনগর ইউপিতে বিএনপির জিএম আহাদ আলী ৪৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের স্বপন কুমার দাস পেয়েছেন ৩০১১ ভোট।

ভোজগাতী ইউপিতে আ.লীগের আব্দুর রাজ্জাক ২৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবীর মুক্তা ২৫০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ঢাকুরিয়া ইউপিতে আ.লীগের দুর্গাপদ সিংহ ৮৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিএম মিজানুর রহমান ৪৮৫৯ ভোট পেয়েছেন।

হরিদাসকাটি ইউপিতে আ.লীগের বিপদ ভঞ্জন পাঁড়ে ৩০০০ ভোটের ব্যবধানে আ’লীগের বিদ্রোহী স্বদেশ কুমার সরকারকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। মনিরামপুর সদর ইউপিতে বিএনপির নিস্তার ফারুক মাত্র ৩৫ ভোট বেশী পেয়ে আ.লীগের ইয়াকুব আলী গাজীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। খেদাপাড়া ইউপিতে আ’লীগ বিদ্রোহী সরদার মুজিবর রহমান ৭৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামছুজ্জামান শান্ত পেয়েছেন ৪০১৪ ভোট পেয়েছেন। ঝাঁপা ইউপিতে আ’লীগ মনোনীত সামছুল হক মন্টু ৯৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৩৬০৬ ভোট।

মশ্বিমনগর ইউপিতে আ’লীগের আবুল হোসেন ৪৮৫০ ভোটের ব্যবধানে বিএনপির বিদ্রোহী ইয়ামিন হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চালুয়াহাটি ইউপিতে আ’লীগ বিদ্রোহী আবদুল হামিদ সরদার ৭০৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বজলুর রহমান পেয়েছেন ৬১১৫ ভোট।

শ্যামকুড় ইউপিতে আ’লীগের মনিরুজ্জামান মনি ১৩৭৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস.এম.মশিউর রহমান ভোট পেয়েছেন ৩২২৯। খানপুর ইউপিতে আ’লীগের গাজী মোহাম্মদ ১৩৫০০ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ২০১৫ ভোট।

দূর্বাডাঙ্গা ইউপিতে আ’লীগের সরদার বাহাদুর আলী ৮৭৫৬ ভোট পেয়ে ৮ম বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলতাফ হোসেন পেয়েছেন ৩৭৩৫ ভোট। কুলটিয়া ইউপিতে আ’লীগের শেখর চন্দ্র রায় ৬২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহী পরিতোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৪১২১।

নেহালপুর ইউপিতে বিএনপির নজমুছ সাদত ৩৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের ফারুক হুসাইন পেয়েছেন ২৫২৫ ভোট এবং মনোহরপুর ইউপিতে আ’লীগের মশিয়ূর রহমান ৪২৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আকতার ফারুক মিন্টু ৩৫১৮ ভোট পেয়েছেন।



মন্তব্য চালু নেই