যমজ হয়ে জন্মালেও জন্মদিন দুটি ভিন্ন বছরে!
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2017/01/1483394699.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোতে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে তার দুই সন্তানের একজনের জন্ম ২০১৬ সালে হলেও অন্যজনের জন্ম ২০১৭ সালে। ক্যালিফোর্নিয়ার মেরি বার্চ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে
খবরে বলা হয়, দুটি ভিন্ন বছরে দুই সন্তানের জন্মদিন হওয়ার বিষয়টি খুব একটা অস্বাভাবিক নয়। কারণ দুই সন্তানের জন্মের ব্যবধান কয়েক মিনিট মাত্র। হাসপাতালের মুখপাত্র লরা হলোওয়ে বলেন, তাদের হাসপাতালে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৬ মিনিটে এক শিশুর জন্ম হয়।
এর কয়েক মিনিট পর রাত ১২টায় জন্ম হয় দ্বিতীয় শিশুর। জন্মসনদ অনুযায়ী স্কারলেট অ্যানি নামে প্রথম শিশুটি রাত ১২টার আগে জন্ম হয়। এতে তার জন্মদিন হয় ৩১ ডিসেম্বর ২০১৬। তবে ভার্জিনিয়া রোস নামে অন্য শিশুটির জন্ম হয় ১ জানুয়ারি ২০১৭ সালে।-বিডি প্রতিদিন
মন্তব্য চালু নেই