যদি মনে করেন এই দাগ ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে, তাহলে ভুল!

হাতের নখে সাদা দাগ রয়েছে। আপনি কি জানেন এর সঠিক অর্থটা? কোন দিন কি ভেবেও দেখেছেন বিষয়টি নিয়ে? নাকি ওই দাগ সময়ের সঙ্গে হারিয়ে যায় বলে কোনওরকম পাত্তা দেন না? তবে জেনে রাখুন, এই দাগ কিন্তু ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে।

অনেকেই মনে করেন এই দাগ ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল।

চিকিৎসকরা জানাচ্ছেন, নখে এই ধরনের সাদা দাগ আসলে ক্ষতিগ্রস্ত কোষ থেকেই তৈরি হয়। হাতের নখে ধাক্কা লাগলে বা চোট পেলে এই ধরনের দাগ দেখা যায়। এই নিয়ে অবশ্য চিন্তার কোনও কারণ নেই। কেননা নখ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই দাগ উধাও হয়ে যায়।

তবে কিছু ক্ষেত্রে ভয়ের কারণ অবশ্যই রয়েছে। যদি একটি নখে সামন্তরাল ভাবে একাধিক সাদা দাগ দেখতে পাওয়া যায় এবং ওই দাগ দীর্ঘদিন স্থায়ী হয়, তবে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ করে নেওয়া উচিৎ। কেননা এটি ফাংগাল ইনফেকশন কিংবা নখে বিষক্রিয়ার ফলেও হতে পারে। যা পরবর্তী সময়ে বড় সমস্যা আকারে দেখা দিতে পারে।-এবেলা



মন্তব্য চালু নেই